ডুমুরিয়ায় আদালতের আদেশ অমান্য করে জমি দখলের অভিযোগ

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৮:৪৯:৫৮ এম

ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়ায় আদালতের নির্দেশ অমান্য করে জমি জবর দখল ও ৫ শতাধিক ফলন্ত কলা গাছসহ বিভিন্ন প্রজাতির সবজি গাছ কেটে সাবাড় করে দিয়েছে প্রতিপক্ষ। মঙ্গলবার সকালে উপজেলার বরাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

মামলার বিবরণী সূত্রে সুত্রে জানা যায়, উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া গ্রামের আঃ কুদ্দুস শেখের স্ত্রী খাদিজা বেগমের নামে কুলবাড়িয়া- বরাতিয়া মৌজায় কবলা দলিল মুলে ২৪ শতাংশ জমি ভোগ দখলে থেকে চাষাবাদ করে আসছে। কিন্তু ওই জমি নিজেদের দাবি করে একই এলাকার হায়দার গোলদার বিভিন্ন সময় জবর দখলের পাঁয়তারা করে আসছে। এতে উভয়পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। উপায়ান্তর না পেয়ে খাদিজা বেগম খুলনা সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন যার নম্বর ১২৩/১৯। মামলাটি দীর্ঘ শুনানি শেষে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন। কিন্তু প্রতিপক্ষ আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মঙ্গলবার সকালে হায়দার আলী গোলদারের নেতৃত্বে ৩০/৩৫ জন দুর্বৃত্ত¡ নিয়ে ওই জমিতে থাকা ৫ শতাধিক ফলন্ত গলা গাছ, ওল, মেটে আলু, লাউসহ বিভিন্ন প্রজাতির সবজি গাছ কেটে সাবাড় করে দিয়েছে। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানান। ওসি সেখ কনি মিয়া বলেন এ ঘটনায় আঃ কুদ্দুস বাদি হয়ে হায়দার গোলদারসহ ৯ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।