ঝিনাইদহের সর্বকনিষ্ঠ ইউপি চেয়ারম্যান কোটচাঁদপুরের সবুজ

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০১:২৯:০২ এম

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের ৬ উপজেলার ৬৭ ইউনিয়নের মধ্যে কোটচাঁদপুরের ৩ নম্বর কুশনা ইউপি চেয়ারম্যান শাহারুজ্জামান সবুজ সর্ব কনিষ্ঠ। লেখাপড়া শেষ করে মাত্র ৩৩ বছর বয়সে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত বছরের ২৮ নভেম্বর ৩য় ধাপের নির্বাচনে তিনি কোনো রাজনৈতিক ব্যানার ছাড়াই তুমুল প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ অবাধ নিরপেক্ষ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে সকলকে চমকিত করেছেন। এ নির্বাচনে যুবলীগ নেতা সে সময়ের চেয়ারম্যান সরকার দলীয় প্রার্থী আব্দুল হান্নানসহ আরো ৮ জন প্রার্থী ছিলেন। নির্বাচনে সবুজ ভোট পেয়েছিলেন ৩ হাজার ৬শ’ ৩৯। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন নৌকা প্রতীকের আব্দুল হান্নান। তিনি পেয়েছিলেন ২ হাজার ৭শ’ ৭৯ ভোট। চলতি বছরের ২ জানুয়ারি শপথ নিয়ে তিনি নিজেকে জনসেবায় ন্যস্ত করেন। এ ইউনিয়নের মোট আয়তন ৩১.৪ বর্গকিঃমিঃ। মোট ভোটার ২৪ হাজার ৯শ’ ৮। লোকসংখ্যা অর্ধলক্ষাধিক। গত ২৯ মে তিনি ২০২২-২০২৩ অর্থ বছরের ৭১ লক্ষ ৪২ হাজার ৮শ’ টাকার বাজেট ঘোষণা করেছেন। সবুজের বাড়ি কোটচাঁদপুর উপজেলার রঘুনাথপুর গ্রামে। তার পিতা আব্দুল মাজেদ বিশ্বাস ১৯৮৮ সালে সাবেক ৩ নম্বর ওয়ার্ড থেকে ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। ৩ ভাইয়ের মধ্যে সবুজ সর্ব কনিষ্ঠ। ২০০৬ সালে তিনি কোটচাঁদপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ২০০৮ সালে সরকারি কেএমএইচ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও ২০১৪ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে ¯œাতকোত্তর ডিগ্রী লাভ করেন। এ প্রতিনিধির সাথে আলাপকালে তিনি বলেন, চেয়ারম্যানদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক কম। তারা চান ভালো আচরণ। সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার। তিনি আরো বলেন, আমি দায়িত্ব পাওয়ার পর ২শ’ ১ জনকে বয়স্ক ভাতার আওতায় আনা হয়েছে। এক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা অনুসরণ করা হয়েছে। অগ্রাধিকার দেয়া হয়েছে দুস্থদের। ৩৩শ’ ফুট ফ্লাট সলিং এর কাজ করা হয়েছে। পরিষদের কর্মরত সকলের বেতন ভাতা পরিশোধ আছে। জন্ম নিবন্ধনসহ সকল সেবামূলক কাজে কোনো হয়রানি নেই। তিনি আগামী দিনে এ ইউনিয়নের সকল গ্রামের প্রয়োজনীয় রাস্তাঘাট, কালভাট নির্মাণ সংস্কারসহ সকল উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখতে চান। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক কন্যা সন্তানের জনক। দূর্নীতিমুক্ত ও আদর্শ ইউনিয়ন গড়তে তিনি সাংবাদিকদের মাধ্যমে ইউনিয়নবাসীর কাছে দোয়া কামনা করেছেন।