আশাশুনিতে পুশকৃত বাগদা বিনষ্ট, জরিমানা

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ০২:৪৮:৫৯ পিএম

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বাগদা চিংড়িতে ক্ষতিকারক জেলী ও ময়দা জাতীয় তরল দ্রব্য পুশের অপরাধে পুশকৃত বাগদা চিংড়ি জব্দ এবং দুই চিংড়ি ব্যবসায়িকে জরিমানা করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কাদাকাটি হাজিরহাট বাজারের আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান। ভ্রাম্যমাণ আদালত জব্দ পুশকৃত ৩শ ৫০ কেজি বাগদা মানিকখালী ব্রিজের উপর থেকে নদীতে ফেলে বিনষ্ট করা হয়। এসময় চিংড়ি ব্যবসায়ী নওয়াপাড়া গ্রামের মৃত নরেন্দ্র পরামানিকের ছেলে পঞ্চানন পরামানিক এবং তার ব্যবসায়ী পাটনার কাদাকাটি গ্রামের মেজবার সরদারের ছেলে শাহিনুরকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সিনিয়র উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও এএসআই আবুল হোসেন উপস্থিত ছিলেন।