মোংলায় আগুনে পুড়েছে দিনমজুরের বসত ঘর

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ১২:০৭:০৫ পিএম

এরশাদ হোসেন রনি, মোংলা : বাগেরহাটের মোংলায় আগুনে পুড়ে গেছে আবুল কালাম হাওলাদার (৫৫) নামের এক দিনমজুরের বসত ঘর। মঙ্গলবার দুপুরে মোংলা উপজেলার মিয়াপাড়া এলাকার শেরেবাংলা সড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে বসত ঘরে আগুন দাউদাউ করে জ্বলে উঠে। আগুন দেখে আবুল কালামের স্ত্রী চিৎকার করলে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা বলেন, এতে  বসত ঘরের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। নগদ আড়াই লক্ষ টাকাসহ এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে।

আবুল কালামের স্ত্রী বলেন, ‘ঘরের কাজ করার জন্য অনেক কষ্ট করে তিন লাখ টাকা রাখছিলাম। টাকাগুলো সব পুইড়া গেছে’। ঘরে চাল ও খাবার জিনিস ছিল। পুড়ে সব শেষ। এক পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই।’

মোংলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা লিটন হাওলাদার জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ঘরে থাক নগদ আড়াই লক্ষ টাকা পুড়ে গেছে।