মাগুরায় ৩ দিনব্যপী ফল মেলা শুরু

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল , ২০২৪, ০৩:৫৮:৫২ পিএম

মাগুরা প্রতিনিধি : ‘বছরব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে’ এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় শুরু হয়েছে ৩ দিনব্যপী জাতীয় ফল মেলা। রোববার সকালে নোমানী ময়দানে এ ফল মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হায়াত মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক বিষ্ণুপদ সাহা, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর, জেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট মইনুল ইসলাম পলাশ ও কৃষি উদ্যোক্তা রবিউল ইসলাম। ৩ দিনব্যাপী এ ফল মেলায় ১৫টি স্টলে বিভিন্ন প্রকার ফল প্রদর্শন করেন উদ্যোক্তা ও চাষীরা। মেলা চলবে ২৮ জুন পর্যন্ত। জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করে।