আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ০১:২০:৩০ এম

স্পন্দন ডেস্ক : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি, রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিন ব্যাপী নানা আয়োজনে বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।  প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত রিপোর্টে-

মহেশপুর : উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ শফিকুল আজম খান চঞ্চল। অলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, পৌর আব্দুর রশিদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,জেলা পরিষদের সদস্য আশরাফুন নাহার শিউলী,এম এ আসাদ, শেখ হাসেম আলী প্রমুখ।

বাঘারপাড়া : দিবসটি পালনের লক্ষ্যে বাঘারপাড়ায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আতিয়ার রহমান সরদার, বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ খন্দকার, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আজগর আলী, শচিন্দ্র নাথ বিশ্বাস, গোলাম সরোয়ার, ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা, আমিনুর রহমান সরদার, মিজানুর রহমান, যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লিটন, মহিলা লীগ নেত্রী জাকিয়া সুলতানা, যুব মহিলা লীগের আহবায়ক সালমা খাতুন, যুগ্ম আহবায়ক রণি ভৌমিক, স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক নেতা রজিবুল ইসলাম, টিপু সুলতান প্রমুখ। পরে কেক কাটার মাধ্যমে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অপরদিকে, উপজেলা আওয়ামী লীগের ব্যানারে সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে দিবসটি পালিত হয়েছে। বেলা সাড়ে ১২টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা এবং বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভা শেষে দিবসটি উপলক্ষে কাটা হয় ৭৩ পাউন্ডের কেক এবং উপজেলা সদরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বেলা সাড়ে ১২টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ হাসান আলী। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী। আলোচনা সভায় নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার ইমদাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুস সালেক, ধলগ্রাম ইউনিয়নের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লোহাগড়া (নড়াইল) : দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লোহাগড়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর আ‘লীগসহ অঙ্গসংগঠনের উদ্যোগে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ভাস্করের সামনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। বক্তব্য রাখেন, নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপ্লব, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান শিকদার আঃ হান্নান রুনু, জেলা আ‘লীগের সহসভাপতি সৈয়দ আয়ুব আলী, শিকদার আজাদ রহমান, সাংগঠনিক সম্পাদক মুঞ্জুরুল করিম মুন, লোহাগড়া উপজেলা আ‘লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়জুল হক রোম, সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মুন্না, শিয়ানুক রহমান, পৌর আ‘লীগের সভাপতি কাজী বনি আমীন, সাধারণ সম্পাদক জাকির হোসেন ও উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোজাম খাঁন প্রমুখ।

চৌগাছা : উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিকেলে শহরের ডিভাইন সেন্টারে প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট এবিএম আহসানুল হক আহসান। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী। অলোচনা সভা শেষে কেক কাটা হয়। আলোচনা সভার আগে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

কেশবপুর : দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোন্তফার পরিচালনায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্রবীন আওয়ামী লীগ নেতা তপন কুমার ঘোষ মন্টু, সিনিয়র সহসভাপতি ও কেশবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সহসভাপতি এড. রফিকুল ইসলাম পিটু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, হাসানপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তৌহিদুজ্জামান তৌহিদ, উপজেলা যুবলীগের আহবায়ক পৌর কাউন্সিলর বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, যুগ্ম আহবায়ক আবু সাইদ লাভলু, ছাত্র লীগের আহবায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, ছাত্র লীগ নেতা হাবিবুর রহমান খান মুকুল প্রমুখ।

মাগুরা : সকালে দিবসটি উপলক্ষে শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের আয়োজনে সংগ্রাম, স্বাধীনতা ও সমৃদ্ধির অভিযাত্রা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুমার কুন্ডু। বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামীলীগ নেতা মুন্সী রেজাউল হক, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ সালাউদ্দিন, জেলা ছাত্রলীগ সভাপতি নাহিদ খানসহ অন্যরা।

নড়াইল: দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইলে নানা আয়োজনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, যুগ্মসাধারণ সম্পাদক বাবুল কুমার সাহা, আইন বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিকী, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান ইসমত আরা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচিন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

দাকোপ :  দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে এক আনন্দ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়। চালনা পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় চত্বরে গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম আক্কেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ শেখ আবুল হোসেন। যুবনেতা রতন মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, সহসভাপতি রনজিত কুমার মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা আ’লীগনেতা ও ইউপি চেয়ারম্যান মানস মুকুল রায়, মাসুম আলী ফকির, কে এম কবির হোসেন, আজগর হোসেন ছাব্বির প্রমুখ। সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।

ফুলতলা (খুলনা): ফুলতলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিকালে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. কাজী তারিক হাসান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদ, আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, আবু তাহের রিপন, শেখ রওশন আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন প্রমুখ। সভা শেষে মিষ্টি বিতরণ করে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এর পূর্বে নেতৃবৃন্দ সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 

কয়রা (খুলনা): কয়রায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। এরপর র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রীর পর্ািরচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, অ্যাড. মোশাররফ হোসেন, সহসভাপতি খগেন্দ্রনাথ মন্ডল, প্রচার সম্পাদক এসএম হারুন অর রশীদ, দপ্তর সম্পাদক সুজিত কুমার রায়, কোষাধাক্ষ্য ইয়াকুব আলী, সাংস্কৃতি সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী, আওয়ামী লীগ নেতা দেবদাস মন্ডল প্রমুখ।  আলেচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহতের রুহের মাগফেরাত কামনা করে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

শ্যামনগর (সাতক্ষীরা) : শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বর থেকে র‌্যালিটি শ্যামনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জে সি কমপ্লেক্স চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর- কালিগঞ্জ আংশিক আসনের জাতীয় সংসদ সদস্য, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জগলুল হায়দার। আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চেয়ারম্যান এ কে এম জাফরুল আলম বাবু, চেয়ারম্যান এ্যাডঃ শোকর আলী, উপজেলা যুবলীগের যুগ্ম  আহবায়ক এস এম হাফিজুর রহমান।

শালিখা (মাগুরা) : শালিখায় আড়পাড়ার সুপার মার্কেট চত্বরে কেক কাটেন আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক স¤পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান রেজাউল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইমদাদুল হক, তালখড়ি ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক মাছুম বিল্লাহসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মিবৃন্দ।

কালীগঞ্জ (ঝিনাইদহ) : কালীগঞ্জে উপজেলা আ’লীগের উদ্যোগে সকালে দলীয় কার্ষালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। বিকালে উপজেলা, পৌর ও ইউনিয়ন থেকে আ’লীগের দলীয় হাজার হাজার নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা নিয়ে ভূষণস্কুল রোডে আ’লীগের প্রধান কার্ষালয়ে এসে জড়ো হয়। এরপর কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের নেতৃত্বে এক বিশাল মিছিল শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে দলীয় কার্ষালয়ে এসে শেষ হয়। এ সময় এক সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি এমপি আনোয়ারুল আজিম আনার, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক ও পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দিন, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, ছাত্রলীগের মুমতারিন ফেরদৌস ডরিন ও রিয়াজ মোল্ল্যাসহ আ’লীগের পৌর ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ। সন্ধ্যার পর শহরে দলীয় কার্ষালয়ে দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

পাইকগাছা (খুলনা) : পাইকগাছায় বেলা সাড়ে ১১ টায় রালি শেষে উপজেলা আ.লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ সাবেক সংসদ সদস্য জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. সোহরাব আলী সানা। বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ইজ্ঞি. প্রেম কুমার মন্ডল, ডা. শেখ মোহাঃ শহীদুল্লাহ, মোড়ল রশিদুজ্জাম, সমীরণ সাধু, আনন্দ মোহন বিশ্বাস,আঃ রাজ্জাক মলঙ্গী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর পরিচালনায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কওছার আলী জোয়ার্দার, কেএম আরিফুজ্জামান তুহিন, রিপন কুমার মন্ডল, শহজাদদ আবু মোঃ ইলিয়াস, শেখ জিয়াদুল ইসলাম, মঈনুল ইসলাম, জিএম ইকরামুল ইসলাম,আবুল কালাম আজাদ,জগদীশ রায়, ছাত্রলীগ উপজেলা সভপতি পার্থ প্রতীম চক্রবর্তী, সম্পাদক ফাইমিন সরদার, রায়হান পারভেজ রনি আবির আক্তার, আ’লীগ, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সাতক্ষীরা :  সাতক্ষীরা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বে ঘোড়ার গাড়িতে চড়ে দেশরতœ শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি সম্বলিত নানান রঙের প্লাকাট, ফেসটুন ও ছোট ছোট বাংলাদেশের জাতীয় পতাকা হাতে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে বিকেলে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে প্রতিষ্ঠাবাষির্কীর একটি বিশাল বর্নাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজ্জাক পার্কে এসে সমাবেশ করে। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়র শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম,সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আ.হ.ম তারেক উদ্দীন, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন,আতাউর রহমান, শামীমা পারভীন রতœা, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোৎ¯œা আরা প্রমূখ। পরে দলীয় নেতা-কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর জন্মদিনের কেক কাটেন। এর আগে দুপুরে তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে এসে সমাবেশ করে। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়র শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, জেলা আওয়ামী লীগ নেতা প্রণব ঘোষ বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনদ কুমার, জেলা আওয়ামী লীগ নেতা মীর জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, যুবলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জেলা  প্রমূখ। আলাচোনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন দলীয় নেতৃবৃন্দ।

কালিগঞ্জ (সাতক্ষীরা): বৃহস্পতিবার বিকেলে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরীম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রী  ডা. আ ফ ম রুহুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. শেখ মোজাহার হোসেন কান্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সজল মুখার্জী, সাংগঠনিক সম্পাদক অ্যাড. হাবিব ফেরদাউস শিমুল, দপ্তর সম্পাদক শেখ শাহিনুর রহমান শাহিন, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ জালাল উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আব্দুর রহিম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেবুন্নেছা জেবু, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, মৌতলা ইউনিয়ন সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান জামু, ছাত্রলীগ নেতা ওসমান খান, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনি, নারী নেত্রী শ্যামলী রানী অধিকারী, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ শাহাজালাল, সাধারণ আব্দুস সবুর, যুব মহিলা লীগের সভানেত্রী ফতেমা ইসলাম রিক্তা প্রমুখ। এসময় ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাগেরহাট : বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে বাগেরহাটে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় ।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর আগে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের রেল রোডস্থ দলীয় কার্যারয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। আলোচনা সভা শেষে ৭৩ পাউন্ডের কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. শাহ-ই-আলম বাচ্চুর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. ফরিদ উদ্দীন, সরদার সেলিম আহম্মেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান, সরদার ফখরুল আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক নকীব নজিবুল হক নজু, সরদার, অর্থ সম্পাদক বাকী তালুকদার প্রমুখ।

এদিন সকালে জেলা কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।