ডজন মামলার আসামি শার্শার বিএনপি নেতা বাবলু খুন

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০৩:০৯:১২ এম

ইয়ানূর রহমান, শার্শা (যশোর) : মাদক অস্ত্র ও হামলাসহ ডজন মামলার আসামি শার্শার বিএনপি নেতা মেম্বর বাবলু খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে যশোরের বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজারে।   মঙ্গলবার রাত ১০টার দিকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

নিহত বাবলু শার্শার বাগআঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও নব-নির্বাচিত ইউপি সদস্য। সে মহিষাকুড়া গ্রামের রাহাজান আলীর ছেলে।

কুখ্যাত এ মাদক ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা ৫ /৬ টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

এলাকার একাধিক সূত্র জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাবলু ও শাহবাজ গ্রুপের সাথে বিএনপি নেতা ছামসুল হক হত্যাকাণ্ডকে ঘিরে দীর্ঘদিন ধরে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটে চলেছে। গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের বিপক্ষে অবস্থান নিয়ে এ দুই গ্রুপ একাট্টা হলেও কিছুদিন আগে থেকে শুরু করে মতদ্বন্দ্ব। আবারো মুখোমুখি অবস্থান নেয় দুই গ্রুপ। এরই ফলশ্রুতিতে এ ঘটনা ঘটতে পারে বলে সচেতন মহল মনে করেন।

আরেকটি সূত্র জানায়, একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ হয়ে দুই গ্রুপ কাজ করলেও প্রার্থী বিজয়ী হওয়ার পর তাদের মধ্যে মাদক চোরাচালান ব্যবসার আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলছিল। এ ঘটনাকেও কেন্দ্র করে ঘটতে পারে বাবলু হত্যাকাণ্ড।  

নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান জানান, এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।নিহত বাবলুর নামে ১০/১২ টি মামলা আছে বলে নিশ্চিত করেছেন নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান।

নিহতের লাশের ময়নাতদন্ত যশোর হাসপাতাল মর্গে সম্পন্ন হওয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।