আশাশুনিতে ডেল্টা প্লান বিষয়ক সেমিনার

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ০৭:১১:১৩ এম

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জাতীয় অভিযোজন কর্মসূচি, বাংলাদেশের জলবায়ু পরিবর্তন কৌশল ও পরিকল্পনা এবং বাংলাদেশ ডেল্টা প্লান’২১ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আশাশুনি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মু. ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। কারিতাস, জার্মানির সার্বিক সহযোগিতায় ও কারিতাশ, বাংলাদেশ, খুলনা অঞ্চলের আয়োজনে নাহার সদস্য, স্টার্ট নেট ওয়ার্ক বাংরাদেশের সদস্য, দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে সেমিনার পরিচালনা করেন আইডিআরআর প্রকল্পের পিসি পবিত্র কুমার মন্ডল।

সমন্বিত দূর্যোগ ঝুঁকি হ্রাসের মাধ্যমে কমিউনিটি সক্ষমতা বৃদ্ধি (আডিআরআর) প্রকল্প’র লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে বিস্তারিত অবহিত ও ইজেক্টর’র মাধ্যমে তুলে ধরেন প্রকল্পের এমও সিরাজুম মনির চৌধুরী মামুন ও কো-অর্ডিনেটর মেহেদী হাসান খাঁন। প্রকল্পের কার্যক্রম গতিশীল ও সফল করার লক্ষ্যে পরামর্শমূলক আলোচনা রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরন চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি, ইউপি চেয়ারম্যান আল. আবু দাউদ, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস,এম আহসান হাবিব, সম্পাদক এস.কে হাসান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ, সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুসহ বিভিন্ন জিও-এনজিও প্রতিনিধিবৃন্দ। প্রসঙ্গত. উল্লেখিত প্রকল্পটি আশাশুনি উপজেলা প্রতাপনগর ইউনিয়নে কার্যক্রম প্রচলিত হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।