দেবিদাসপুর ইউপিতে পানি ব্যবস্থাপনা প্রশিক্ষণ সম্পন্ন

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ০৮:১৫:০২ এম

জাকির হোসেন, কুয়াদা: যশোর সদর ও মণিরামপুরের হরিহর-মুক্তেশ্বরী কেন্দ্রীয় পানি ব্যবস্থাপনা এসোসিয়েশন জোন-এইচ এর পানি ব্যবস্থাপনা দলের প্রতিনিধিদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। রবিবার দেবিদাসপুরস্থ মণিরামপুর ইউনিয়ন পরিষদে কৃষক প্রশিক্ষণ, ওয়ার্কশপ, সেমিনারের অন্তর্ভূক্ত অংশগ্রহণমূলক পানি ব্যবস্থাপনা বিধিমালা-২০১৪ মোতাবেক পানি ব্যবস্থাপনা সংগঠন গঠন ও কার্যপ্রণালী শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় হরিহর-মুক্তেশ্বরী কেন্দ্রীয় পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের সভাপতি আব্দুল গণি মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মণিরামপুর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক। কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন, বাপাউবো যশোরের উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা উত্তম কুমার সরকার, বাপাউবো যশোরের সম্প্রসারণ উপপরিদর্শক তাপস কুমার সাধক, একরামুল হক, সীমা কর্মকার। কর্মশালায় বক্তব্য রাখেন, এসোসিয়েশনের সম্পাদক আসলাম হোসেন, সহ-সম্পাদক শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, সদস্য কোহিনুর নাহার, প্রমুখ। কর্মশালায় বিভিন্ন পানি ব্যবস্থাপনা দলের ৩০ জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন।