খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ১১:১৮:৫৭ এম

প্রেসবিজ্ঞপ্তি: পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পেশাগত বৈষম্য দূরীকরণ ও কর্মকর্তা নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালায় ১২ দফা অন্তর্ভুক্ত করার দাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে বেলা ১১টায় শুরু হওয়া ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সভাপতিত্ব করেন অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি উপপ্রধান প্রকৌশলী (বিদ্যুৎ) এসএম মনিরুজ্জামান (পলাশ)। পরিষদের সাধারণ সম্পাদক উপরেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পরিষদের সাবেক সভাপতি অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক উপরেজিস্ট্রার মো. তারিকুজ্জামান, উপরেজিস্ট্রার জিএম লুৎফর রহমান, হাওলাদার আলমগীর হাদি, শেখ আরিফ নেওয়াজ, সহকারী রেজিস্ট্রার অলোকা রানী দাস, রফিকুল ইসলাম (বাবু), মিজানুর রহমান, মিয়া মুহাম্মদ সালাউদ্দিন, সহকারী পরিচালক বিমান সাহা ও সেকশন অফিসার মোস্তফা আল মামুন প্রবাল।

মানববন্ধনে অফিসার্স কল্যাণ পরিষদের নির্বাহী কমিটির সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মরত অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বরাবর প্রেরিত ১২ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।