পাইকগাছায় লোনাপানি গবেষণা কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৪:২৫:০৪ পিএম

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা এবং প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে কেন্দ্রের অডিটরিয়ামে লোপাকে’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. মো. লতিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, খুলনা ৬ সংসদ সদস্য আলহাজ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, বিএফআরআই ময়মনসিংহ এর পরিচালক (গবেষণা ও পরিকল্পনা) ড. মো. খলিলুর রহমান, খুলনা বিশ^বিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিন এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আব্দুর রউফ, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, খুবির এফএমআরটি ডিসিপ্লিন এর প্রফেসর ড. খন্দকার আনিসুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ মন্ডল।

প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করেন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হাশমি সাকিব, মতিউর রহমান, শরিফুল ইসলাম রুবেল, বৈজ্ঞানিক কর্মকর্তা শাওন আহম্মেদ, মাসুদুর রহমান, রাফিয়া আফরিন, শাহনাজ পারভীন, রিয়াজ মোর্শেদ রঞ্জু, আবু নাসের।

উপস্থিত ছিলেন, উপপরিচালক মুহাম্মদ কামরুল হক, বিএডিসি’র সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ হারুন, বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মামুনুর রহমানসহ মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ও অত্র এলাকার চিংড়ি ও মৎস্য চাষীবৃন্দ।