বেশি মূল্যে ঢেউটিন বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ০৫:২৬:২৮ পিএম

সিরাজুল ইসলাম, কেশবপুর : কেশবপুরে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে ঢেউটিন বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেন। 
শনিবার সকালে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেন কেশবপুর হাসপাতাল সড়কের মের্সাস আলিশা কর্পোরেশনে (রড, সিমেন্ট, ঢেউটিনের দোকান) অভিযান চালায়। অনেক দিন থেকে তাদের বিরুদ্ধে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগ রয়েছে। অভিযানের সময়ে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে ঢেউটিন বিক্রি করার অভিযোগে দোকানের মালিক উপজেলার হাসানপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামের সাবেক ইউপি মেম্বার মো. জাকির হোসেনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেন দোকানের মালিকের নিকট হতে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। উল্লেখ্য, দীর্ঘদিন কেশবপুর শহরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বেশি মূল্যে পণ্য বিক্রির অভিযোগ রয়েছে।