চালনা পৌরসভার প্রায় ৯৯ কোটি টাকার বাজেট ঘোষণা

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ১০:৫৪:৩৩ এম

দাকোপ প্রতিনিধি: সোমবার বেলা সাড়ে ১২ টায় দাকোপে চালনা পৌরসভার ১৮তম বাজেট ঘোষণা করা হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা পরিষদ প্রশাসক, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক বিরোধী দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ শেখ হারুনুর রশিদ। চালনা পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র সনত কুমার বিশ^াসের সভাপতি এবং চালনা পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি শিপন ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বাজেট ঘোষণা করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম। তিনি এ সময় ২০২২-২০২৩ অর্থ বছরের ৯৮ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ২৩৫ টাকার বাজেট ঘোষণা করেন। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেরখাদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরফুদ্দিন বিশ^াস বাচ্চু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামাল, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ শেখ আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, জেলা আ’লীগ সদস্য শিউলী সরোয়ার, জামিল খান, চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, জেলা পরিষদের সাবেক সদস্য জয়ন্তী রানী সরদার, উপজেলা কৃষক লীগের সাবেক আহবায়ক শেখ গোলাম হোসেন, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, জেলা পরিষদের সাবেক সদস্য কে এম কবির হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি  গৌরপদ বাছাড়, চালনা পৌরসভার সকল ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক কমলেশ গোলদার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোবিন্দ বিশ^াস, উপজেলা আ’লীগনেতা আজগর হোসেন ছাব্বির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জি এম রেজা, যুবলীগনেতা তাপস জোয়াদ্দার, যুব মহিলা লীগের নেতা নাছিমা বেগম, উপজেলা যুবলীগ নেতা রতন কুমার মন্ডল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ আল-আমীন, চিশতি নাজমুল বাশার স¤্রাট, আহসান আহম্মেদ পাভেল, শেখ ইকবাল হোসেন, কৃষকলীগ চালনা পৌরসভার সাবেক আহবায়ক আব্দুস সাত্তার সরদার, সাবেক সদস্য সচিব অসীম কুমার সরদার প্রমুখ।