‘ডাকাত’ কবিরের গ্রেফতার দাবিতে দাকোপে মানববন্ধন

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৫:৪৯:২৫ পিএম

দাকোপ প্রতিনিধি: দাকোপে ‘ডাকাত’ কবিরের বিরুদ্ধে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দেওয়া এবং চাঁদাবাজির অভিযোগ এনে এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলা সদর চালনা ডাকবাংলার মোড়ে চালনা পৌরসভা ও পানখালী ইউনিয়নবাসীর যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আবুল হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃনাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুলামিন সরদার, উপজেলা আ’লীগ নেতা গাজী আব্দুর রহিম, সাবেক ইউপি সদস্য জ্যোতিশংকর রায়, আবুল কালাম আজাদ, আ’লীগ নেতা মোস্তাক ফকির, শেখ জাহান আলী, রসুল শেখ, ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সাধন সরদার, বিমল রায়, শফিকুল ইসলাম, চিন্ময় রায়, অমল সরদার, ইকরামুল শেখ, ইমন সরদার, নজরুল শেখ, আলী আকবর শেখ, গনেশ সরদার, এস এম আল ইমরান শেখ, আজিজুল গাজী, আকাশ সরদার, সত্যজিত সরদার, প্রকাশ সরদার, জিকো রায়, দ্বীন মোহাম্মাদ শেখ, রাজ গাজী, মারুফ শেখ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কথিত সোর্স একাধিকবার সাজাভোগকারী চিহ্নিত ডাকাত কবির শেখ তার চাহিদামত চাঁদা দিতে ব্যর্থ হলে সাধারণ মানুষের বাড়িতে অবৈধ অস্ত্র রেখে ফাঁসিয়ে দিচ্ছে। ইতোমধ্যে চালনা পৌরসভা এবং পানখালী এলাকায় এমন কয়েকটি ঘটনা সে ঘটিয়েছে। বক্তারা অবিলম্বে এই চিহ্নিত সন্ত্রাসী অস্ত্রধারীকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় দাবি জানিয়েছেন।