কোটচাঁদপুরে কুয়েত প্রবাসীর সংবাদ সম্মেলন

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ০৬:৫২:১৪ এম

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: প্রভাবশালীর একটি মহল কুয়েত প্রবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যাচার, হুমকি ও চেয়ারম্যানের কাছে ভুয়া অভিযোগ দেয়ার প্রতিবাদে শনিবার বিকালে কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রবাসী সোহেল রানা জানান, আমি ১৪ বছর যাবৎ কুয়েতে রয়েছি। মাত্র ২ মাসের ছুটিতে বাড়ি আসি। এ অবস্থায় আমার প্রতিবেশী জনৈক প্রভাবশালীর ইন্ধনে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে আমার বিরুদ্ধে নানা মিথ্যা অপপ্রচার করছে। এমনকি আমার বিরুদ্ধে স্বরূপদহ ইউনিয়ন চেয়ারম্যানের দপ্তরে একটি মনগড়া বানোয়াট অভিযোগও দিয়েছেন। তিনি বলেন, অভিযোগকারী লাভলু, সাইফুলও কুয়েত প্রবাসী ছিলেন। লাভলু ৫ বছর কুয়েতে থাকার পর বর্তমানে বাড়িতে রয়েছে। সাইফুল ১৮ মাস কুয়েতে কাজ করার পর আর যাননি। এ দু’জন আমার প্রতিবেশী এক প্রভাবশালীর নেতৃত্বে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছেন। তাদের দাবি আমি তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছি। তাদের যাবতীয় কাগজপত্র ঠিক থাকার পরও কুয়েতে না গিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রে নেমেছে। বাকী অভিযোগকারীদের সাথে আমার কোনো পরিচয়ও নেই। তাদের কোনো পাসপোর্ট আছে কি-না তাও আমার জানা নেই। অথচ সাইফুল ও লাভলু আমাকে আদম ব্যবসায়ী আখ্যা দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার ও বিভিন্ন মহলের মাধ্যমে হুমকি-ধামকি দিয়ে আমার কাছ থেকে অনৈতিক সুবিধা নিতে চাচ্ছে। তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের সহায়তা কামনা করেছেন। সোহেল রানা চৌগাছা উপজেলার খড়িঞ্চা কমলাপুর গ্রামের মৃত আব্দুল ওদুদের ছেলে।