খাস জমি থেকে মাটি কাটার দায়ে ডুমুরিয়ায় জরিমানা

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৬:১৮:৪৮ পিএম

ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতে বন্দোবস্তকৃত খাসজমি থেকে স্কেভেটর দিয়ে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বালিয়াখালি এলাকায় এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুনুর রশীদ। আদালত সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে উপজেলার টিপনা বালিয়াখালি ব্রিজের উত্তর পাশে হামকুড়া নদী ভরাটি বন্দোবস্তকৃত খাসজমি হতে টিপনা পূর্ব পাড়ার মৃত ছাদের আলী ফকিরের ছেলে সাজ্জাত ফকির স্কেভেটর দিয়ে অবৈধ মাটি উত্তোলন ও প্রকৃতি পরিবর্তনের লক্ষ্যে খনন করছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে অভিযান চালিয়ে ভ্রাম্যমণ আদালতে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ ৪ (খ) ধারা লংঘনে সাজ্জাত আলীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন। এ সময় উপস্থিত ছিলেন শোভনা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন ও এস আই মোঃ আবু বকর।