ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রভাবশালীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ১১:০০:৫৯ এম

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলার রুইয়ারকুল গ্রামে মেহেবুবা সুলতানা নামে এক নারী মঙ্গলবার দুপুরে বাগেরহাটে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তার বোন  মাহামুদা সুলতানাকে প্রতিবেশী সাধন ঢালী কু প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়। এরপর গত ৩০ মে গভীর রাতে  সাধন ঢালী অপর এক ব্যক্তিকে সাথে নিয়ে তার বোনের ঘরে ঢুকে বোনকে ধর্ষণের চেষ্টা করে। বোনের চিৎকারে তারা পালিয়ে যায়। খবর পেয়ে রাতে আমি খুলনার স্বামীর বাড়ি থেকে শিশু সন্তানসহ বাড়িতে চলে আসি। পরদিন সকালে সাধন ঢালী ৪০/৫০ সন্ত্রাসী নিয়ে আমাদের বাড়িতে হামলা করে। ভয়ে আমরা দরজা বন্ধ করে থাকি। পেট্রোল দিয়ে ঘরে আগুন দেয়ার ভয় দিলে আমরা দরজা খুলে দেই। এরপর তারা আমাদেরকে বেধড়ক মারপিট করে। তারা ঘরে থাকা নগদ টাকা এবং স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা এ বিষয়গুলি থানা পুলিশসহ কাউকে না জানানোর জন্য হুমকি দেয়। এ ছাড়া তারা খাদ্য পরিদর্শক পদে খুলনায় চাকরিরত আমার স্বামী, ভাইদের এবং ভাগ্নের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানী করছে। এরা এতটাই প্রভাবশালি যে, এদের বিরুদ্ধে অভিযোগ দিতে গেলে থানা পুলিশ নানা অজুহাতে আমাদের ফিরিয়ে দিয়েছে।  নিরূপায় হয়ে আমরা জেলা নারী ও শিশু নির্যাতন আদালতে এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালতে অভিযোগ দিয়েছি।

সংবাদ সম্মেলনে মেহেবুবার বোন মাহামুদা সুলতানা, ভাসুর ইব্রাহীম আদম বাবুল, ছোট ভাই মেজবাহ উপস্থিত ছিলেন।