মোরেলগঞ্জে হত্যা ডাকাতিসহ ১৮ মামলার আসামি কবির বয়াতী গ্রেফতার

এখন সময়: বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৮:৪৩:০৯ এম

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে হত্যা ডাকাতিসহ ১৮ মামলার আসামি  কবির বয়াতী ওরফে কবির ডাকাতকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাত ৪টার দিকে ফকিরহাটের একটি ডাকাতি মামলায় মোরেলগঞ্জ ও ফকিরহাট থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উত্তর সুতালড়ী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত কবির বয়াতী মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামের আ. সত্তার বয়াতীর ছেলে। তার বিরুদ্ধে মোরেলগঞ্জ ও ফকিরহাট থানায় ৩টি ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ১৮টি মামলা রয়েছে। একটি হত্যা মামলায়ও সে চার্জশীটভূক্ত আসামি।

জানাগেছে, গত ৩১ মে গভীর রাতে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মহিবুল হকের ফকিরহাট উপজেলার লখপুর গ্রামের বাড়ি ও তার চাচাতো ভাই শহিদুল হক সাবুর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা নগদ ২লক্ষ ৪০ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকারসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল হাতিয়ে নেয়। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে ফকিরহাট থানার ওসি মো. আলিমুজ্জামান জানিয়েছেন।