শ্যামনগরে ভারতীয় গরু, নৌকা পাতার বিড়িসহ পাচারকারী আটক

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ০৭:২৪:০৮ এম

জি এম মোহাম্মদ আলী, শ্যামনগর : শ্যামনগরে বিজিবি’র অভিযানে ৪ গরু, ৩১৪০ প্যাকেট পাতার বিড়ি ২ নৌকাসহ একজন পাচারকারীকে আটক করা হয়েছে। আটক রোকন (২৩) কয়ালপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে। এ সময় পাচারকৃত ৮ জনকে উদ্ধার করা হয়। মঙ্গলবার ভোরে সাড়ে শ্যামনগর উপজেলার কৈখালী বিজিবি ক্যাম্প সংলগ্ন ৫ নদীর মোহনায় অভিযান চালানো হয়। বিজিবি সূত্র জানায়, বিজিবি নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের কৈখালী বিজিবি’র হাবিলদার এনামুল হকের নেতৃত্বে একটি টহল দলের সদস্যরা ভোর সাড়ে ৪ টার দিকে অভিযান চালায়। শ্যামনগর উপজেলার নীলডুমুর বিজিবি ১৭ ব্যাটালিয়নের কৈখালী বিজিবির কোম্পানি কমান্ডার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি’র সদস্যরা চোরকারবারি চক্রের একজনসহ ৪টি গরু, পাতার বিড়ি, নৌকা, পাচারকৃত ৮ জনকে উদ্ধার করেন। উদ্ধারকৃতদের শ্যামনগর থানায় সোপর্দ করা হয়। আটককৃত গরু, বিড়ি, নৌকা কাস্টম বসন্তপুর পাঠানো হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৮ হাজার ৫০০ টাকা।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কার্জী ওয়াহিদ মুর্শেদ বলেন, বিজিবি বিভিন্ন উদ্ধারকৃত ৮ জনকে থানায় জমা দিয়েছে।