তথ্য অধিকার বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ

এখন সময়: বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৫:৩৭:৩১ এম

প্রেসবিজ্ঞপ্তি: শনিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) উদ্যোগে তথ্য অধিকার বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবনের ৪র্থ তলায় ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে বিকেলে সনদপত্র প্রদান করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এর আগে তিনি সকাল সোয়া ৯ টায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন পর্বে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম। প্রশিক্ষণ পর্বে বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, আঞ্চলিক তথ্য অধিদপ্তর বরিশালের পিআইডির উপ-প্রধান তথ্য কর্মকর্তা ম. জাভেদ ইকবাল, আঞ্চলিক তথ্য অধিদপ্তর খুলনার উপ-প্রধান তথ্য কর্মকর্তা জিনাত আরা আহমেদ এবং খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট এম এম মুজিবুর রহমান। প্রশিক্ষণ শেষে অনুভূতি প্রকাশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) শেখ শারাফাত আলী, উপ-রেজিস্ট্রার মোহা. আলী আকবর, মোঃ সিরাজুল ইসলাম, সিনিয়র সায়েন্টিফিক অফিসার সুনুরাম রায়, সহকারী রেজিস্ট্রার আশরাফা ফেরদৌসী স্বার্ণা। এই প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা প্রধানসহ ৪১জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।