কৃষকের শতাধিক পেয়ারার চারা কেটে সাবাড়

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ১১:২৪:৪৫ পিএম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: রাতের আঁধারে এক কৃষকের শতাধিক পেয়ারার চারা গাছ কেটে উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত গভীর রাতে কে বা কারা ওই পেয়ারার চারা গুলো কর্তন করে। ঘটনাটি কালীগঞ্জ উপজেলায় সিমলা রোকনপুর ইউনিয়নের বড় সিমলা গ্রামের ভোলাডাঙ্গা মাঠে।

ক্ষতিগ্রস্ত কৃষক বড় সিমলা গ্রামের রহমত গাজী জানান, মঙ্গলবার সকালে তিনি মাঠে গিয়ে দেখতে পান তার দেড় বিঘা জমির অধিকাংশ পেয়ারা গাছ ক্ষেতে কাটা অবস্থায় পড়ে আছে। শত্রুতাবশত কে বা কারা রাতে গাছ গুলি কেটে ও উপড়ে নষ্ট করেছে। তিনি জানান, অনেক কষ্টে সন্তানের মতো গাছগুলো বড় করছিলেন। সকালে গাছ গুলোর এই অবস্থা দেখে নিজেকে আর সামলাতে পারছিলাম না। এ নিয়ে থানায় একটি অভিযোগ করেছেন বলে জানান।

রহমতের ছোট ভাই মন্টু গাজি জানান, ভাইয়ের সাথে কারো কোনো শত্রুতা নেই। তারপরও সামাজিক কারণে শত্রু মনে করলেও এভাবে ফসলের ক্ষতি করা উচিত নয়।

কালীগঞ্জ থানার এস,আই সাধন কুমার জানান, অভিযোগ পেয়েছি, সরেজমিনে ঘটনাস্থলে গিয়েছিলাম। সুষ্ঠু তদন্তের পর ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।