অভয়নগরে দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০১:৫৬:২১ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : অভয়নগরে স্থায়ী কর্মচারী ও দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা সাব-রেজিস্ট্রারে আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে স্থায়ী কর্মচারী, নকলনবীশ ও দলিললেখকগনের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব্ েউপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার মো. শাহজাহান সর্দার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতার, ঝিকরগাছা উপজেলা সাব-রেজিস্ট্রার নারায়ন মন্ডল, শার্শা উপজেলা সাব-রেজিস্ট্রার অঞ্জু দাস, বাঘারপাড়া উপজেলা সাব-রেজিস্ট্রার রিপন মুন্সী, নওয়াপাড়া অভয়নগর সাব-রেজিস্ট্রার অজয় কুমার সাহা।

এসময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শাহাজান মুন্সী, সিনিয়র দলিল লেখক মোজাহার উদ্দিন বিশ্বাস, আব্দুল হক, দলিল লেখক বিকাশ কুন্ডু, মো. শাহিন হোসেন, আজিজুর রহমান নয়ন, নওয়াপাড়া অভয়নগর সাব-রেজিস্ট্রার অফিস সহকারী মাসিকুর রশিদ ঢালী, মঞ্জুয়ারা বেগম, তরুন কুমার সিংহ, বিপ্লব কুমার সরকার, মো.ফরহাদ হোসেন প্রমুখ।

এসময় স্থায়ী কর্মচারী, নকলনবীশ ও দলিল লেখকগনের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রায় ৭৫ জন অংশগ্রহণ করেন।