পাইকগাছা শহর রক্ষা বাঁধের কাজ শুরু

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল , ২০২৪, ০৬:১১:১২ পিএম

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা পৌরবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে  শহর রক্ষা বাঁধের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। খুলনা-৬ সংসদ সদস্য এ কাজের উদ্বোধন করেন।  সোমবার সকালে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মাহবুবুর রহমান রজ্ঞুর তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে বাঁধ নির্মানের কাজ শুরু হয়।

১৯৯৭ সালের পহেলা ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় পাইকগাছা পৌরসভা । পৌরসভার কোল ঘেঁষে শিবসা নদী অবস্থিত,  যার তীর দিয়ে কোনো বাঁধ নেই। অন্যদিকে মাত্র কয়েক বছরের ব্যবধানে  নদী প্রায় সম্পূর্ণ ভরাট হয়ে গেছে। ফলে জোয়ারের পানি বৃদ্ধি পেলেই পৌর বাজারের অধিকাংশ রাস্তা পানিতে তলিয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়ে পৌরবাসী। পৌরবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের  প্রচেষ্টায় খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু এপ্রিল মাসের শেষ সপ্তাহে এর বাঁধের উদ্ধোধন করেন। পৌরসভার শিবসা ব্রীজের নিকট থেকে পাইকগাছা থানা পর্যন্ত প্রায় ৯’শ মিটার বাঁধ নির্মান করা হবে বলে জানা গেছে।