কালিগঞ্জে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ০৪:০৮:৪৩ পিএম

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

চাঁচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী জাহিদুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাবিনা ইয়াসমিন। বিশেষ আতিথির বক্তব্য রাখেন পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি ও কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন।

এ সময় ইউপি সদস্য গোলাম রব্বানী, আফছার উদ্দীন, ফারজানা শওকাত, জাহিদুল আলম, খলিল সরদার, সংরক্ষিত মহিলা সদস্য লাইলী পারভীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও এমএমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা, শ্রীধরকাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত মন্ডল, বেজুয়া ফরিদপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদাউস আলম, বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারকনাথ গাইন, এমএমপুর সরদারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপীনাথ পাল, মাস্টার মোহর আলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম উদ্দীন, চাঁচাই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেন্দ্রনাথ মুখোপাধ্যয়, দক্ষিণ বন্দকাঠি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, বন্দকাঠি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুচরিতা দেবনাথ, লাকী কোমরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, হোগলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন কাকুলী প্রমুখ।