আলমডাঙ্গায় মসজিদ-মন্দির পরিদর্শন ও অনুদান দিলেন খাগড়াছড়ির ডিসি

এখন সময়: বুধবার, ১৭ এপ্রিল , ২০২৪, ০৩:৫১:২৫ এম

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কৃতি সন্তান খাগড়াছড়ির জেলা প্রশাসক ৩ দিনের ব্যক্তিগত সফরে এলাকায় এসেছেন। এলাকায় এসে তিনি স্বস্ত্রীক বিভিন্ন মসজিদ ও মন্দির পরিদর্শন করেছেন। কুমারেষ চন্দ্র বিশ্বাসের ছেলে প্রতাপ চন্দ্র বিশ্বাস বর্তমান খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। গতকাল তিনি সকাল ১০ টার দিকে আলমডাঙ্গা উপজেলা মহাশ্মশান কালী মন্দির পরিদর্শন করেন। তিনি মন্দিরে পৌঁছালে আলমডাঙ্গা হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্মশান কমিটির সাধারণ সম্পাদক ডাঃ অমল কুমার, সহসভাপতি মুক্তিযোদ্ধা মন্দ্রিনাথ দত্ত, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী, সার্বজনীন বালক সংঘ দুর্গা মন্দিরের সভাপতি রাজকুমার অধিকারী, কালিদাসপুর মন্দিরের সভাপতি সুশীল ভৌতিকা, বেলগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমীর কুমার, উৎপল দত্ত, গোপেন আচার্য্য, পরিমল কুমার কালু ঘোষ, পবন অধিকারী, মুক্তি অধিকারী ও মহেশ ভৌতিকা। পরিদর্শন শেষে জেলা প্রশাসক শ্মশান কমিটির সাধারন সম্পাদকের হাতে শ্মশানঘাট উন্নয়ন কল্পে ১ লাখ টাকার চেক প্রদান করেন। তিনি ক্যানাল পাড়ার দূর্গা মন্দিরে ৫০ হাজার টাকা প্রদান করেন। সব মিলিয়ে তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে বিভিন্ন মসজিদ-মন্দিরের উন্নয়ন কল্পে ৫ লাখের অধিক টাকা অনুদান প্রদান করেন। জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস দৈনিক স্পন্দনকে জানান, আজ আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরকে সাথে নিয়ে শৈশব ও কৈশোরের স্মৃতি বিজড়িত কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলমডাঙ্গা পাইলট মাধমিক বিদ্যালয় পরিদর্শন করবেন।