আশাশুনিতে জমি জবর দখল চেষ্টার অভিযোগ

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০৫:৩৪:৪৮ এম

বিএম আলাউদ্দীন, আশাশুনি : আশাশুনি উপজেলার কুল্যায় মৃত বরকতুল্লাহ সাহাজীর ছেলে নূর ইসলাম সাহাজী ওরফে কালুর বিরুদ্ধে জমি জবর দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভুক্তভোগী একই গ্রামের একব্বার সাহাজীর ছেলে হাবিল সাহাজী বাদি হয়ে জেলা পুলিশ সুপার বরাবার শান্তি পূর্ণ ভোগদখলীয় ভিটা বাড়ির সম্পত্তি জবর দখলের হাত থেকে রক্ষা পাওয়ার নিমিত্তে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, নূর ইসলাম সাহাজী ওরফে কালু এবং মোকাম সাহাজী দীর্ঘ দিন থেকে তার সৎ চাচা হাবিল সাহাজীর ভিটা বাড়ির সম্পত্তি জবর দখল করার পাঁয়তারা করে আসছিলো। এরই ধারা বাহিকতায় বিগত কয়েক দিন থেকে তারা জমি জবর দখল করে সেখানে ঘর নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশ সুপার বরাবার লিখিত অভিযোগ সূত্রে এবং জমির কাগজপত্রাদি পর্যালোচনায় দেখা গেছে, তফসিল সম্পত্তি আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কুল্যা বেনাডাঙ্গা মৌজার বিআরএস খতিয়ান নং ৫৭৬ এ জমির পরিমাণ ১.৬৭ একর এর মধ্যে হাবিল সাহাজীর অংশ ৮৫৬, মনিরুদ্দীন সাহাজীর অংশ ৪৮ এবং শান্তু সাহাজীর অংশ ৯৬। প্রকাশ থাকে যে মনিরুদ্দীন সাহাজী ও শন্তু সাহাজীর অংশ সোলে মীমাংসা পূর্বক উক্ত খতিয়ানের ১.৬৭ একর সম্পত্তি হাবিল সাহাজী মালিকানা প্রাপ্ত হন। অপরদিকে, খারিজ খতিয়ান নং ৯৯১ এর একক মালিকানায় ১৬ আনা অংশ হিসেবে উক্ত খতিয়ানের ৮ শতক জমির মালিক হাবিল সাহাজীর স্ত্রী শাহিদা খাতুন। অর্থাৎ সর্বমোট ১.৭৫ একর সম্পত্তি সরকারের খাজনাদি পরিশোধান্তে ঘেরা বেড়া দিয়ে বসতঘর বেঁধে ফলফলাদির গাছ লাগিয়ে পুত্র পরিজন নিয়ে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখলে আছেন হাবিল সাহাজী। এ বিষয়ে জানতে কালু সাহাজীর মুঠোফোনে কথা হলে তিনি জানান, সর্বশেষ রেকর্ড অনুযায়ী নালিশি খতিয়ান ৫৭৬ এবং ৯৯১ এ নূর ইসলাম ওরফে কালু সাহাজী গংদের সম্পত্তির পরিমাণ ১২ শতক। ১২ শতক সম্পত্তির স্থানে ১৫ শতক রেকর্ড এবং অতিরিক্ত সম্পত্তি দখলের চেষ্টা কেন ? এমন প্রশ্নের জবাবে কালু একাধিক মামলা নম্বর বলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এ বিষয়ে আশাশুনি থানা অফিসার ইনচার্জ জানান, হাবিল সাহাজী জলা পুলিশ সুপার বরাবার লিখিত অভিযোগ দায়ের করলে মাননীয় পুলিশ সুপার মহোদয় ওসি আশাশুনি থানাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। স্যারের নির্দেশ মোতাবেক কাজ করার চেষ্টা করছি।