আলমডাঙ্গায় ব্রিজে আনন্দ করতে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

এখন সময়: বৃহস্পতিবার, ২৮ মার্চ , ২০২৪, ০৯:২৯:৩৪ পিএম

আলমডাঙ্গা অফিস : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হোসাইন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আলমডাঙ্গায় বিনোদন কেন্দ্র বধ্যভূমিতে ঈদের ছুটিতে ঘুরতে আসে সে।
হোসাইন আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের কামালপুর গ্রামের ফারুক আলীর ছেলে।
কুমার নদের ওপর নির্মিত রেললাইন লাল ব্রীজের ওপর ওঠে আনন্দ উপভোগ করতে গিয়ে ব্রীজের ওপর ট্রেনের ধাক্কায় শিশুটির মৃত্যু হয়।
বৃহস্পতিবার (০৫ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন ত্যাগ করে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়। আলমডাঙ্গা লালব্রীজ নামকস্থানে ব্রীজের ওপর থাকা হোসাইন ট্রেনের ধাক্কায় নীচে পড়ে যায়। সেখানে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
মৃত হোসাইনের দাদা বলেন, আমার নাতি ছেলে ঈদের ছুটিতে এখানে ঘুরতে আসে বন্ধুদের সঙ্গে। সে ট্রেনের ধাক্কায় কুমার নদে পড়ে তার মৃত্যু হয়।
এ বিষয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মকলেছুর রহমান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত লাশটি উদ্ধার করেছি। রেলওয়ে পুলিশের দায়িত্বরত কর্মকর্তা আসলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।