আলমডাঙ্গায় মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ০৯:৩৫:৪০ এম

আলমডাঙ্গা অফিস: মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার ৬ষ্ঠ দিনে মঙ্গলবার সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উপজেলা প্রাণিসম্পদ অফিস ও মৎস্য অফিসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুল্লাহ হিল কাফি। এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার ফাতেমা কামরুন্নাহার আঁিখ। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গার অগ্নিসেনা খ্যাত মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন আহমেদ, মৎস্য সম্প্রসারণ অফিসার আব্দুল মালেক, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোছা. শাহিনা আক্তার (এনএটিপি-২)।

আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় এ সময় বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার বায়েজিদ খন্দকার, উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা জামাল হোসেন, প্রেসক্লাব সভাপতি হামিদুল আজম, দৈনিক স্পন্দন পত্রিকার আলমডাঙ্গা অফিস প্রধান অধ্যক্ষ জামসিদুল হক মুনি ও আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেজ উদ্দিন।