নিজস্ব প্রতিবেদক : বুধবার যশোর সদরের কচুয়া ইউনিয়নের নতুন বাজারে কোভিড-১৯ করোনা সুরক্ষা সামগ্রী হিসেবে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবুল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আয়ুব হোসেন, জেলা যুবলীগের সদস্য এস এম রবি সিদ্দিকী, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান বাবলু, কচুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহামুদ হোসেন, কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা মুকুন্দ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক সরদার, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি আবু হানিফা, সদর উপজেলা যুবলীগের সদস্য আব্দুর রাজ্জাক, সদস্য আসাদুজ্জামান আসাদ, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি প্রভাষক লিয়াকত আলী, কচুয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইশারত আলী, যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলাম বিপুল, নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক নূর ইসলাম আলো, কচুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুক্ত খান, সহসভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, সাবেক যুগ্ম-আহবায়ক মোহাম্মদ আলী ক্লে, যুবলীগনেতা জাহিদ হাসান প্রমুখ।