নিজস্ব প্রতিবেদক: যশোরে চাঁদবাজি মামলায় রাকিব ওরফে ভাইপো রাকিবসহ চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই সাইদুর রহমান। অভিযুক্ত আসামিরা হলো, শহরের শংকরপুর পশু হাসপাতাল এলাকার কাজী তৌহিদুল ইসলামের ছেলে রাকিব ওরফে ভাইপো রাকিব, গোলপাতা মসজিদ এলাকার হারুনের ছেলে মামুন ওরফে ল্যাটা মামুন, চাঁচড়া রায়পাড়া এলাকার ভাড়াটিয়া তৈয়ব আলীর ছেলে সাব্বির হোসেন, খালধার রোডের নাথপাড়া এলাকার নিমাই সাহার ছেলে নয়ন সাহা।
মামলার অভিযোগে জানা গেছে, চাঁচড়া রায়পাড়ার শারমীন আক্তার বুলবুলির সাথে বনিবনা না হওয়ায় দুই সন্তান নিয়ে তিনি আলাদা বাড়িতে বসবাস করেন। এর মধ্যে আসামি রাকিব ওরফে ভাইপো রাকিবের সাথে তার পরিচয় ও মোবাইলের ম্যাসেঞ্জারের মাধ্যমে তারা কথা বলত। রাকিব তার সাথে প্রেমের অভিনয় করে গোপনে মোবাইলে বিভিন্ন ছবি ধারণ করে রাখে। এসব ছবি নেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে রাকিব তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তাকে খুনজখমের হুমকি দেয়। একপর্যায়ে বাধ্য হয়ে ওই নারী কয়েক কিস্তিতে রাকিব ও তার সহযোগীদের ৬ হাজার টাকা দেন। গত বছরের ৩০ ডিসেম্বর সন্ধ্যায় রাকিব তাকে ফোন করে চাঁদার ১ লাখ ৪০ হাজার টাকা নিয়ে পশু হাসপাতালের পাশের হাউজিং এর মাঠে যেতে বলে। রাত সাড়ে ৮টার দিকে ওই নারী সাক্ষীদের নিয়ে হাউজিং এর মাঠে গেলে টাকা নেই বলে জানালে তারা তার উপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে। এরপর মোবাইলে ধারণ করা ছবি নেটে ছেড়ে দেয়াসহ খুনজখমের হুমকি দেয়। নিরুপায় হয়ে ওই নারী বাদী হয়ে ৩১ ডিসেম্বর চাঁদাবাজির অভিযোগে কোতয়ালি থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই চারজনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত ল্যাটা মামুনকে পলাতক দেখানো হয়েছে।