নিজস্ব প্রতিবেদক : যশোরে ডিবি পুলিশ ও র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযানে ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে।
র্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে শার্শা উপজেলার সেতাই বাজারের একটি মুদি দোকানের সামনে থেকে ইয়াকুব আলী (২৮) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার কাছে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ইয়াকুব আলী আমলা গ্রামের আনারুল ইসলামের ছেলে।
ডিবির এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে অভয়নগর উপজেলার প্রেমবাগ এলাকার একটি রাইচমিলের সামনে থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাগর হোসেন (২৫) নামে এক যুবককে আটক করা হয়। সাগর আরাজি বাহিরহাট গ্রামের নূর ইসলামের ছেলে।