মাগুরা প্রতিনিধি : করোনা টিকার দ্বিতীয় ডোজের ৩০ হাজার ভ্যাকসিন বুধবার দুপুরে মাগুরায় এসে পৌঁছেছে। এ সময় মাগুরার সিভিল সার্জন, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থেকে এ ভ্যাকসিন গ্রহণ করেন। আজ বৃহস্পতিবার করোনার দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান জানান, করোনা টিকার দ্বিতীয় ডোজের ৩০ হাজার ডোজ ভ্যাকসিন মাগুরায় এসে পৌঁছেছে। এগুলো জেলা ইপিআই সংরক্ষণাগারে নির্ধারিত তাপমাত্রায় রাখা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত টিকা প্রদানকারী নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে নিবন্ধিত ব্যক্তিদের করোনা ভ্যাকসিন দেয়া হবে।
প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি প্রথম ডোজ হিসেবে ২৪ হাজার করোনা ভ্যাকসিন মাগুরায় আসে।