আলমডাঙ্গা অফিস : কুয়েতে অবস্থানকালে আলমডাঙ্গার এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় কুয়েত পুলিশ ৫ বাংলাদেশিকে আটক করেছে। জানাযায়, মামুন আলী (২২) আলমডাঙ্গা বিনোদপুর গ্রামের মিঠু আলীর ছেলে। সে ৪ বছর আগে জীবন জীবিকার সন্ধানে কুয়েতে যায়। সেখানে অন্যান্য বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের সাথে ফরনিয়া অঞ্চলে একটি ব্যারাকে থেকে ড্রাইভারির চাকরি করতো। ব্যারাকটি ছিলো আট তলার উপরে। গত ১৪ ফেব্রয়ারি সকালে তাকে শ্বাসরোধ করে হত্যার পর ৮তলার ছাদ থেকে ফেলে দেয়। এ ঘটনায় কুয়েত পুলিশ বিল্ডিংএ অবস্থানরত প্রায় সাড়ে ৩শ বাংলাদেশি ও ভারতীয়কে আটক করে। পরে ফিংগার প্রিন্ট সংগ্রহ করে ৫ জন বাদে সবাইকে ছেড়ে দেয়। কুয়েত পুলিশ যে ৫ জনকে আটকে রেখেছে তারা সকলেই বাংলাদেশি। পুলিশ যাদের আটক করে রেখেছে তারা হলো আলমডাঙ্গা উপজেলার ডম্বলপুর গ্রামের মহাম্মদ নূর, বাদেমাজু গ্রামের আলীসহ মুন্সিগঞ্জ ও ঢাকার আরও ৩ যুবক। এদিকে আলীর পরিবার দাবি করেছে কুয়েত পুলিশ স্বাক্ষর গ্রহণের পর আলীকে ছেড়ে দিয়েছে। কুয়েতে অবস্থানরত বাংলাদেশিদের সাথে যোগাযোগ করা হলে তারা মামুনের হত্যাকাণ্ড সম্পর্কে স্পষ্ট কিছু বলতে পারেনি। তবে হত্যার রহস্য উদঘাটনে কুয়েত পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।