সুন্দরবনী দরবারের ওরস শরিফ সম্পন্ন

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ১১:২৩:১৮ পিএম

আশাশুনি প্রতিনিধি: মানবতার কল্যাণ ও শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের জামালনগর সুন্দরবনী দরবার শরীফের ৩১তম বার্ষিক ওরস শরিফ শেষ হয়েছে। রোববার ভক্ত ও মুসল্লিদের অংশগ্রহণে দরবার শরিফ মাঠে সকাল ৮ টায় আখেরি মোনাজাত পরিচালনা করেন, হযরত বজলুর রহমান (পীর সাহেব, সুন্দরবনী)। মোনাজাতে মহান আল্লাহর কাছে সকল পাপ ও অন্যায় থেকে মুক্তির জন্য আকুতি জানান মুসল্লিরা। এসময় দেশ-জাতি ও মানবতার কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তির প্রার্থনা করা হয়। সবশেষে তাবারক বিতরণের মধ্য দিয়ে ওরস শরিফের কার্যক্রম সম্পন্ন করা হয়। এর আগে শনিবার বাদ মাগরিব থেকে পবিত্র কুরআন তিলায়াতের মাধ্যমে শুরু হয়ে পবিত্র ওরস শরিফে পাক কুরআন খতম, জিকির আজগার, ওয়াজ নসিয়াত, তাহাজ্জুদ নামায কায়েম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সারারাত্র ব্যাপী অনুষ্ঠিত এই ওরস শরিফে পবিত্র কোরআন থেকে আলোচনা পেশ করেন, মাওলানা আবু আইয়ূব আনসারী (মুর্শিদাবাদ,ভারত) মাওলানা মিজানুর রহমান ভাসানী (সাতক্ষীরা), মুফতি মাওলানা নজরুল ইসলাম আল হানাফী (গোবরদাড়ী), হাফেজ আব্দুর রশিদসহ দেশ বরেণ্য অনেক ওলামায়ে হযরত। এ সময় রোববার আখেরি মোনাজাতের আগে ফজরের পর থেকে চলে সুন্দরবনী পীর সাহেবের বয়ান। এ বয়ানে আমলের বিভিন্ন বিষয় নিয়ে ভক্তবৃন্দকে দিক নির্দেশনা প্রদান করেন তিনি।