শ্যামনগরে চোরাই মালামালসহ ৩ চোর আটক

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৩:৪০:০১ এম

জি এম মোহাম্মদ আলী, শ্যামনগর (সাতক্ষীরা) : শ্যামনগর থানার পুলিশ চুরি হওয়া টিভি, মোটরসাইকেল, নগদ টাকা উদ্ধার করেছে। এসময় চুরির সাথে জড়িত থাকার অভিযোগে শ্যামনগর উপজেলার কল্যাণপুর গ্রামের শেখ আফছার আলীর পুত্র বাবু শেখ (২২), হায়বাতপুর গ্রামের আবুল কাশেমের পুত্র জাবের শেখ (২৪) ও মাহমুদপুর গ্রামের মোসলেম গাজীর পুত্র আব্দুর রবকে আটক করেছে।

সোমবার সকালে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আমিনুর রহমান প্রেসব্রিফিংএ জানান, শ্যামনগর উপজেলার রামজীবনপুর গ্রামের মৃত আক্তার সরদারের পুত্র আব্দুল্লাহ আল মামুন ইলেকট্রনিক্স মালামালের ব্যবসায়ী। শ্যামনগর উপজেলার ইসমাইলপুর গ্রাম সংলগ্ন শ্যামনগর টু মুন্সীগঞ্জগামী পাঁকা রাস্তার পাশে ‘মুন স্টার ইটিসি এন্টারপ্রাইজ’ নামক তার একটি গোডাউন আছে। ওই গোডাউনে ওয়ালটনের টিভি, ফ্রিজ, এসি, ফ্যান ইত্যাদি থাকে। আটককৃতরা ওই গোডাউনের মালামাল চুরি করার পরিকল্পনা করে। বৃহস্পতিবার গভীর রাতে তারা পরিকল্পিতভাবে কাঠের মৌ-য়ের সাহায্যে গোডাউনের ভেন্টিলেটার দিয়ে ভিতরে প্রবেশ করে ওইসব মালামাল চুরি করে। গভীর রাতে গোডাউন জায়গার মালিক শব্দ শুনতে পেয়ে বাইরে আসে। এ সময় চোরেরা পালিয়ে যায়।

গোডাউন জায়গার মালিক আলমগীর হোসেন মোবাইল ফোনে আব্দুল্লাহ আল মামুনকে জানালে মামুন ঘটনাস্থলে আসেন। এ ঘটনায় শুক্রবার আব্দুল্লাহ আল মামুন শ্যামনগর থানায় মামলা করেন। পুলিশ রোববার রাতে চুরির সাথে জড়িত তিনজনকে আটক করে এবং ৩টি ওয়ালটন টিভি, ১টি হিরো মোটরসাইকেল, ১টি মোবাইল, ১টি আইটেল মোবাইল ও নগদ ২৪ হাজার ৫শ’ টাকা উদ্ধার করেছে।