বাল্য বিয়ে দেয়ায় দেবহাটার নিকাহ রেজিস্ট্রার আটক

এখন সময়: বুধবার, ১৭ এপ্রিল , ২০২৪, ০২:৩৪:০৯ এম

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: বাল্য বিবাহ দেয়ার অপরাধে দেবহাটার এক নিকাহ রেজিস্ট্রার আটক হয়েছেন। আটককৃত নিকাহ রেজিস্ট্রারের নাম মুহা. আবুল বাশার। তিনি উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত জিয়াদ আলীর ছেলে এবং দেবহাটার ০৪ নং নওয়াপাড়া ইউনিয়নের ম্যারেজ রেজিষ্ট্রার। তার বিরুদ্ধে দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-৫।

বাদীর এজাহার সূত্রে জানা যায়, আবুল বাশারের কাছে থাকা মোট ১৩ (তের) টি নিকাহনামা রেজিস্ট্রার পর্যালোচনা ও পরীক্ষা করে বাল্যবিয়ে, বাল্যবিয়ের জাল নিকাহনামা, অসামঞ্জস্য তারিখের বিভিন্ন রেজিস্ট্রার, একই বছরে একই নম্বরে একাধিক চলমান রেজিস্ট্রার পাওয়া যায়। তার এরুপ কার্যাবলী বর্তমান সরকারের বাল্যবিবাহকে না বলুন নীতির পরিপন্থী এবং জালিয়াতির মাধ্যমে একই সনে একই তারিখে একাধিক রেজিস্ট্রারে বিবাহ নিবন্ধন দাপ্তরিক নীতির পরিপন্থী। গ্রেফতারকৃত আসামিকে ১৬ ফেব্র“য়ারি বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

ওসি শেখ ওবায়দুল্লাহ আবুল বাশারকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ধরনের কাজ খুবই ধিক্কারজনক।