শালিখায় বিআরডিবি’র দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

এখন সময়: বৃহস্পতিবার, ২৮ মার্চ , ২০২৪, ০৬:২৪:০৩ পিএম

শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি) আয়োজনে অপ্রধান শস্য উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রযুক্তিগত কলাকৌশলের উপর অভীষ্ট সুফলভোগীদের ৩ দিনব্যাপি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে মঙ্গলবার। বিআরডিবি’র হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে ট্রেইনার ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ্যাড. মোঃ কামাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান, বিআরডিবি মাগুরা জেলার উপ-পরিচালক শাহানারা বেগম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন, বিআরডিবি ফরিদপুরের কৃষিবিদ বিল্লাল হোসেন ও শস্য উন্নয়ন কর্মকর্তা মৌমিতা পোদ্দার,  উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ রেজাউল হক, জুনিয়র অফিসার মোঃ হুমায়ুন কবির। প্রশিক্ষণে ৪০জন সুফলভোগী অংশগ্রহণ করেন।