Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ

এখন সময়: শনিবার, ১২ জুলাই , ২০২৫, ০২:৪৩:০৩ পিএম

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সরকারিভাবে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার পজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে এ কম্বল বিতরণ অনুষ্ঠান হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন। অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহাগ খান, বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডারবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণের জন্য ২০০ কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। উদ্বোধনী দিনে ১৩২ জনকে একটি করে কম্বল বিতরণ করা হয়। বাকিদের শনিবার বিতরণ করা হবে বলে জানাগেছে। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)