Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে স্কুল পর্যায়ে ক্রিকেট প্রতিযোগিতা সরকারি হাইস্কুল সাব-জোন চ্যাম্পিয়ন

এখন সময়: রবিবার, ১৩ জুলাই , ২০২৫, ০৩:০৯:৪৬ পিএম

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ৫০তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রিকেট প্রতিযোগিতায় সদর সাব-জোনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় চাপড়া হাইস্কুল বনাম আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মখোমুখি হয়। চাপড়া হাইস্কুল নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭৪ রান করে। জবাবে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দ্বিতীয় খেলায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় বনাম কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় দল মুখোমুখি হয়। কোদন্ডা দল নির্ধারিত ১০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ৬৯ রান করে। জবাবে আশাশুনি সরকারি মাধ্যমিক ৬.১ ওভারে মাত্র ৩ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে সাবজোন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক আনিছুর রহমান, আছাদুল হক, আরিফ বিল্লাহ ও সমীতোষ রায়। আজ শনিবার একই মাঠে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও ১৮ জানুয়ারি উপজেলা পর্যায়ে ৮ টি সাবজোনের ফাইনালে জয়ীদের অংশগ্রহনে উপজেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)