যশোর সদর ও কেশবপুরের ২৪ ইউপি’র ভোট ৫ জানুয়ারি

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ০৬:১৭:৫৬ পিএম

নিজস্ব প্রতিবেদক : আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে দেশের ৭শ’৭টি ইউনিয়ন পরিষদের সাথে যশোর সদর ও কেশবপুরের ২৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
গতকাল নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করে।  
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৭ ডিসেম্বর, ৯ ডিসেম্বর বাছাই, ১৫ ডিসেম্বর প্রত্যাহার ও ১৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ।
যশোরে সদরের যে সকল ইউনিয়নের নাম তফসিলে এসেছে সেগুলো হচ্ছে উপশহর, নওয়াপাড়া, হৈবতপুর, লেবুতলা ইছালী, চুড়ামনকাটি, দেয়াড়া, রামনগর, কচুয়া, নরেদ্রপুর, বসুন্দিয়া, চাঁচড়া, আরবপুর।
কেশবপুরের ইউনিয়নগুলো হচ্ছে  ত্রিমোহিনী, সাগরদাড়ি, মজিদপুর, বিদ্যানন্দকাটি, মঙ্গলকোট, কেশবপুর, পাজিয়া,  সুফলাকাটি, গৌরীঘোনা,  সাতবাড়ীয়া , হাসানপুর।
সদরের ফতেপুর ও কাশিমপুর ইউনিয়নের নাম প্রকাশিত তালিকায় মেলেনি। আর কেশবপুরের ১৩ ইউনিয়নের মধ্যে ১১টি নাম পাওয়া গেছে। তবে কি কারণে সদর ও কেশবপুরের ৫টি ইউনিয়ন বাদ পড়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি যশোর জেলার অতিরিক্ত নির্বাচন অফিসার আতিকুর রহমান।