শার্শার ডিহিতে নৌকার নির্বাচনী কার্যালয়ে আগুন, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

এখন সময়: বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৭:১৫:২৭ পিএম

ডিহি (শার্শা) প্রতিনিধি : যশোরের শার্শার ডিহিতে নৌকার নির্বাচনী কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার গভীর রাতে পাকশিয়া বাজারে ডিহি ইউনিয়ন পরিষদের সামনে অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে বঙ্গবন্ধু, শেখ হাসিনা, বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদের ছবি। এ ঘটনায় নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা শুক্রবার সকালে পুড়ে যাওয়া নির্বাচনী কার্যালয়ের সামনে জড়ো  হয়ে ক্ষোভে ফেটে পড়েন। এ সময় নেতৃবৃন্দ  আগুন দেয়ার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাকশিয়া বাজারে বিক্ষোভ মিছিল বের করে। 
নৌকা প্রতীকের প্রার্থী ও সমর্থকরা জানান, বৃহস্পতিবার গভীর রাতে পাকশিয়া বাজারে ইউনিয়ন পরিষদের সামনে নৌকা প্রতীকের অস্থায়ী কার্যালয়ে আগুন দেবার ঘটনা সকালে জনাতে পেরে নেতা কর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হন। তারা জানান ডিহি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিরোধীতা কারি  বিদ্রোহী প্রার্থীরা নৌকার বিজয় সুনিশ্চিত জেনে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। যাতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু, জননেত্রী শেখ হাসিনা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ছবি ও নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান মুকুলের ব্যানার এবং পোস্টার পুড়ে যায়। নেতৃবৃন্দ এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। 
এ বিষয়ে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আকরাম হোসেন সাংবাদিকদের জানান, ঘটনা জানছি, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।