আশাশুনির কাদাকাটি গ্রাম উন্নয়ন সংঘের উদ্বোধন

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ০২:১৫:২৫ পিএম

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার কাদাকাটিতে গ্রাম উন্নয়ন সংঘের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর কাদাকাটি ইউপির সাবেক চেয়ারম্যান মফিজুল হক মোড়লের বাড়ি সংলগ্ন মোড়ে “সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে” শ্লোগানে এই নিরপেক্ষ ও সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। বিশিষ্ট সমাজসেবক মুজিবুর রহমান বেগ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠানটির জমিদাতা মফিজুল হক মোড়ল। সবুজ আহমেদ বেগ এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, কাদাকাটি কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ আব্দুল মালেক, মহিলা মেম্বার শাশ্বতী সরকার, মেম্বার প্রার্থী আব্দুস সুবহান, শিক্ষক একরামুল ইসলাম। প্রধান ১৫টি সহ বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধনকালে কাদাকাটি হাজীরহাট আহলে হাদীস জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোকাররম হোসেন, কাদাকাটি সানাবাড়ি আহলে হাদীস জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শিহাবুদ্দীন (সবুজ), সাবেক সেনা সদস্য গোলাম রসূল বেগ, মেম্বার প্রার্থী আলো রাণী ঢালী, জামের আলী, আজগার আলী, ছাত্রলীগ নেতা গোলাম রাব্বীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।