প্রাচ্যসংঘের নতুন কমিটি : সভাপতি মামুন সম্পাদক টিটো

এখন সময়: শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ০৯:৪৯:২৪ এম

প্রেসবিজ্ঞপ্তি : আগামী ২০২২-২৩ সেশনের জন্য প্রাচ্যসংঘের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শুক্রবার বিকেল চারটায় নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান ডা. আবুল কালাম আজাদ লিটু। 
এবারের নির্বাচনে ২১টি পদে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়ায় তারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 
নির্বাচিতরা হলেন সভাপতি পদে মাহমুদুল করিম মামুন, সহসভাপতি পদে মো. খবির উদ্দীন সুইট, সাধারণ সম্পাদক পদে সোহেল মাসুদ হাসান টিটো, যুগ্মসম্পাদক পদে মো. শাহিদুর রহমান, কোষাধ্যক্ষ পদে এসএমএ মাসুদ, দপ্তর সম্পাদক পদে মো. সোহেল রানা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সেলিম হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নিত্যানন্দ পাল, মহিলাবিষয়ক সম্পাদক পদে হীরা রানী পাল, আবুল হুসেন রাষ্ট্রসভার পরিচালক পদে জাহিদ আককাজ, প্রাচ্য সুরসংঘের পরিচালক পদে সৈয়দ ফাহিম রাফিদ, প্রাচ্য নাট্যসংঘের পরিচালক পদে অরুণ কুমার মজুমদার, প্রাচ্য সাহিত্যসংঘের পরিচালক পদে সেলিম রেজা সেলিম, প্রাচ্য ফিল্মসংঘের পরিচালক পদে মনোয়ার হোসেন মুন, প্রাচ্য ক্রীড়াসংঘের পরিচালক পদে মো. আজিমুল হক আজিম, প্রাচ্য বিজ্ঞানসংঘের পরিচালক পদে আকিব শাওন, প্রাচ্য শিশু-কিশোরসংঘের পরিচালক পদে নাফিসা নওরীন এবং কার্যনির্বাহী সদস্য পদে মো. একরামুল হক, মো. কামরুজ্জামান, মো. মশিয়ার রহমান ও মো. শুকুর আলী।
প্রাচ্যসংঘ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য সচিব আহসান কবীর, সদস্য সাইফুল ইসলাম সজল ছাড়াও প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান, সর্বোচ্চ পরিষদের সদস্য মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, আকসাদ সিদ্দিকী শৈবাল, কাসেদুজ্জামান সেলিম এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২২-২০২৩ মেয়াদের দায়িত্ব পালন করবে। আগামী ১ জানুয়ারি ২০২২ এই কমিটি দায়িত্ব গ্রহণ করবে।