চৌগাছায় প্রণোদনার বোরো বীজ ও সার বিতরণ

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০৪:৪৬:০৭ পিএম

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় প্রণোদনার বোরো (হাইব্রিড) ও বোরো (উফশী) বীজ এবং রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে এই বোরো বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) প্রকৌশলী কাফী বিন কবির সভাপতিত্ব করেন। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ^াস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ^াস বলেন, উপজেলার ২৫০০ কৃষকের প্রত্যেককে ২ কেজি করে বোরো হাইব্রিড ধানের বীজ এবং ২২০০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে বোরো উফসী জাতের বীজ, ১০ কেজি করে ডিওপি ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হবে।