বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তাব জাতিসংঘে গৃহীত

এখন সময়: বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৯:৪৪:১৭ এম

বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে চূড়ান্তভাবে উত্তরণের ঐতিহাসিক প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়েছে। বুধবার জাতিসংঘের বাংলাদেশি স্থায়ী রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এক টুইটে বিষয়টি নিশ্চিত করেন।

টুইটে তিনি লিখেছেন, ‘আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশকে স্বল্পোন্নত ক্যাটাগরি থেকে চূড়ান্তভাবে উত্তরিত (স্নাতক) করার ঐতিহাসিক প্রস্তাব গৃহীত হলো। আমাদের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের প্রাক্কালে এর চেয়ে ভালো অর্জন আর কী হতে পারে! জাতীয় আকাঙ্ক্ষা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী রূপকল্প-২০২১ আজ পূর্ণতা পেল। জয় বাংলা!’

মঙ্গলবার পরিষদের ৭৬তম বৈঠকের ৪০তম প্লেনারি সভায় এ প্রস্তাব গৃহীত হয়।

 

বাংলাদেশই একমাত্র দেশ, যা স্বল্পোন্নত থেকে উত্তরণের তিনটি মানদণ্ডই পূরণ করেছে। বুধবার রাত সাড়ে ১১টায় বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে হয়, ‌‘বাংলাদেশই একমাত্র দেশ, যে দেশ জাতিসংঘ নির্ধারিত তিনটি মানদণ্ড পূরণের মাধ্যমে এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশের এ অর্জন বিশ্বদরবারে এ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং আরও অধিকতর উন্নয়নের যাত্রাকে ত্বরান্বিত করবে।’