উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : মিলন

এখন সময়: মঙ্গলবার, ২৩ এপ্রিল , ২০২৪, ০৬:১৫:০৯ পিএম

আক্তারুজ্জামান, ডিহি (শার্শা) : যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশের ব্যাপক উন্নয়ন হয়। বিগত বিএনপি জামায়াত জোট সরকারের আমলে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে এনেছিল।  সে সময় বিদেশিরা এ দেশকে  তলাবিহীন ঝুড়ির সাথে তুলনা করতেন। এদেশের মানুষকে ভিক্ষুকের জাতি হিসেবে ব্যঙ্গ করতেন। সেই ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্ব দরবারে দেশকে উন্নয়নের রোল মডেল  হিসেবে দাড় করিয়েছেন । বিশ্ব নেতারা এখন উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশকে অনুকরণ করছে। এ অর্জন বিএনপি জামায়াত তারা ধ্বংস করতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ ষড়যন্ত্র রুখে দিয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলকে আওয়ামী লীগ সরকারের পাশে থেকে নৌকায় ভোট দিতে হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডিহি ইউনিয়নে জননেত্রী শেখ হাসিনা আসাদুজ্জামান  মুকুলকে নৌকা প্রতীক দিয়েছেন। নৌকাকে পরাজিত করতে ইউনিয়নের চারজন আওয়ামী লীগ নেতা জোট বেধেছে। এ দুঃসাহসিকতা দেখানোর জন্য তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। আপনারা মনে রাখবেন এরপরও ষড়যন্ত্র অব্যহত থাকলে আরো কঠিন পদক্ষেপ নেওয়া হবে। 

বুধবার বিকেলে শার্শা উপজেলা ডিহি ইউনিয়নের কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। এ সময় অতিথি বৃন্দ নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান মুকুলকে হাত তুলে সকলের সামনে পরিচিত করিয়ে নৌকায় ভোট দেবার আহবান জানান।  
ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক নুর ইসলাম তরফদারের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝিকরগাছা-চৌগাছা আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আতিকুর রহমান বাবু, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফার হোসেন, ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিজাম উদ্দীন, ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ প্রমুখ। পথসভায় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সদস্য কেরামত আলী মোল্লা, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, এম এম কলেজ ছাত্রলীগের সহসভাপতি রাশেদ খান মেনন, শার্শা উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ময়নুল হক, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বিএম রুহুল কুদ্দুস শাকিল, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তবিবর রহমানসহ ডিহি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ, ডিহি ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।