চৌগাছা বাজারে ৮ প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৭:২১:৪৭ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চৌগাছা বাজারে অভিযান চালিয়ে নকল প্রসাধনী সংরক্ষন ও মূল্যতালিকা হালনাগাদ না করায় ৮ প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব।
সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতরের অভিযানিক দল চৌগাছা বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালায়। এসময় নকল বিদেশি প্রসাধনী বিক্রি ও সংরক্ষণের অপরাধে মামলা দিয়ে আজিজ স্টোর, দিদার স্টোরকে ৪ হাজার টাকা করে ও মেসার্স মোস্তফা স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। 
হালনাগাদ মূল্য তালিকা না থাকায় মাধব  স্টোর, কমল স্টোর, সুমন স্টোরকে ১ হাজার টাকা করে জামিানা করা হয়।
মিষ্টিতে পোকা পাওয়ায় ও মূলতালিকা না থাকায় বাদল ঘোষ ডেইরির নামে মামলা দিয়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ ছাড়া মেয়াদোর্ত্তীণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের অভিযোগে মামলা দিয়ে মেসার্স জনতা ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।