মাগুরখালী ইউপিতে দুই সদস্য প্রার্থীর ফের ভোট আজ

এখন সময়: মঙ্গলবার, ১৬ এপ্রিল , ২০২৪, ০৪:২১:৫৮ পিএম

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় মাগুরখালী ইউপি’র একটি ওয়ার্ডে সাধারণ সদস্যপদে আবারো নির্বাচন। ১১ নভেম্বর নির্বাচনে সমভোট প্রাপ্ত হওয়ায় ১নং ওয়ার্ডে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে আজ বুধবার (২৪ নভেম্বর) খোরেরাবাদ কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। 
জানা যায়, গত ১১ নভেম্বর হয়ে যাওয়া দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ডুমুরিয়া উপজেলার ১৪নং মাগুরখালী ইউপি’র ১নং ওয়ার্ডে অর্থাৎ খোরেরাবাদ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে তালা প্রতীকে আহম্মদ সরদার ও মোরগ প্রতীকে ইউনুচ সরদার সমভোট প্রাপ্ত হওয়ায় ফলাফল ঘোষণা অসমাপ্ত থাকে। তারা দুজনই ২৪১ করে ভোট পান। ওই ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৫জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোরেরাবাদ কেন্দ্রে অনুষ্ঠিত হবে সাধারণ সদস্য পদে ওই দুই প্রার্থীর মধ্যে ভোটযুদ্ধ। যার যে প্রতীক ছিলো এ নির্বাচনেও তার সেই প্রতীক থাকছে। খোরেরাবাদ কেন্দ্রে চারটি গ্রামের মোট ভোটার সংখ্যা ১৩৩৬ জন। এরমধ্যে আধারমানিক গ্রামে ৪৯ জন, খোরেরাবাদ গ্রামে ৮৫৪ জন, বৈঠাহারা গ্রামে ৪০১ জন ও মহাদেবপুর গ্রামে ৩২ জন। গত ২১ নভেম্বর থেকে উৎসবমুখোরভাবে শুরু হয় নতুন করে আবারো প্রচার-প্রচারণা।