আলমডাঙ্গায় চেয়ারম্যান পদের ৬০ প্রার্থীর ৩০ জনই আ.লীগের বিদ্রোহী

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ১২:৫৫:১১ পিএম

# ইউপি নির্বাচন
আলমডাঙ্গা অফিস : আগামী ২৮ নভেম্বর আলমডাঙ্গা উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর মাত্র ৪ দিন বাকি। প্রর্থীরা নিজেদের কৌশল অনুযায়ী দিন রাত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। ১৩ টি ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ৬০ জন। ১৩ জন নৌকা, ৩০ জন বিদ্রোহী, বিএনপি ৬ জামায়াতের ৫ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ৬ জন। বিদ্রোহী  ৩০ প্রার্থীর চাপে আওয়ামী লীগের ১৩ জন নৌকার প্রার্থী অনেকটাই কোনঠাসা। সেই সাথে জামায়াত-বিএনপি-ইসলামী আন্দোলন তো আছেই। সরজমিনে বিভিন্ন ইউনিয়ন ঘুরে ও স্থানীয় নেতা কর্মিদের সাথে খুব গোপনে কথা বলে যেটুকু জানা গেলো, তা হচ্ছে কয়েকটি ইউনিয়ন ছাড়া বেশিরভাগ ইউনিয়নে নৌকা কোনঠাসা। 
নৌকার সকল প্রার্থীই জয়ের প্রত্যাাশা করছে। তাদের ধারনা এলাকায় উন্নয়নের ধারা বজায় রাখতে শেষঅবধি জনগন নৌকা মার্কায়ই ভোট দেবে। গতকালও আলমডাঙ্গায় উপস্থিত হয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার সহ যেসকল কর্মকর্তা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলেই জানিয়ে গেলেন নির্বাচন হবে অবাদ,সুষ্ট ও নিরপেক্ষ।