কয়রার বাঁধ নির্মাণে ১১৭৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন একনেকে

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০৭:০৮:০২ পিএম

অরবিন্দ কুমার মন্ডল, কয়রা : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নতুন ৭টি প্রকল্পসহ মোট ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৯ হাজার ৩৪৪ কোটি ২৭ লাখ টাকা। এরমধ্যে সরকারি অর্থায়ন ১১ হাজার ৩ কোটি ৩০ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ১৮ হাজার ৯৩২ কোটি ৪ লাখ টাকা। 
এর মধ্যে কয়রার বাঁধ নির্মাণে ১১৭২ কোটি ৩১ লক্ষ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।
মঙ্গলবার একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে যুক্ত হয়ে এসব প্রকল্পের অনুমোদন দেন। একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
খুলনা জেলার পোল্ডার নং-১৪/১ পুনর্বাসন প্রকল্প। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১১৭২ কোটি ৩১ লাখ টাকা। পুরো ব্যয় বহন করবে সরকার।
দীর্ঘদিনের প্রত্যাশিত টেকসই বেড়ীবাঁধ নির্মাণে কয়রার ১৪/১ পোল্ডারের জন্য একনেক সভায় ১১৭২ কোটি ৩১ লক্ষ টাকার প্রকল্প  অনুমোদন দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন কয়রার সর্বস্তরের জনসাধারণসহ দলীয় ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।